যুক্তরাজ্যে বিনামূল্যে অনলাইন কোর্স করার উপায়

যুক্তরাজ্যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মসম্মানিত পাঠকগণ আসসালামু আলাইকুম আজ আমরা জানবো কিভাবে যুক্ত রাজ্যে বিনামূল্যে অনলাইন কোর্স করা যায়। সম্পূর্ণ পোস্ট জোরে আমাদের সাথেই থাকুন।

প্রেজ সূচিপত্র: যুক্তরাজ্যে বিনামূল্যে অনলাইন কোর্স করার উপায়।

ওপেন ইউনিভার্সিটি ফ্রি কোর্স প্ল্যাটফর্ম 

মূলত যুক্তরাজ্যে ওপেন ইউনিভার্সিটি এর ফ্রি কোর্সের উক্ত প্লাটফর্মটি হল ওপেন লার্ন OpenLearn । নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

OpenLearn এর ফ্রি কোর্স পোর্টাল দা ওপেন ইউনিভার্সিটি:
  • Free short courses: এতে প্রায় বিষয়ের ওপর ৯০০ থেকে ১১০০ টি কোর্স লেখা আছে যার মধ্যে গণিত বিজ্ঞান ইতিহাস ব্যবসা স্বাস্থ্য এবং প্রযুক্তিগত বিভিন্ন দিক।
  • Badged courses: এক্ষেত্রে যদি আপনি নিকৃষ্ট চব্বিশ ঘন্টার একটি কোর্স সম্পূর্ণ করেন তবে ডিজিটাল ব্যাজ পাবেন।
  • Statement of Participation: উল্লেখযোগ্য হল যখন একটি কোর্স শেষ হবে অবশ্যই শেষে একটি স্টেটমেন্ট পাওয়া যায়।
  • Self paced and open: সাধারণত বোঝানো হয় কখনো সরু বা কখনো সময় শেষ অর্থাৎ সকল করছে প্রবেশ অধিকার সাধারণভাবে উন্মুক্ত হয়।
  • সাবজেক্ট এবং ফিল্টার: এতে মোট আটটি বড় ধরনের বিভাগ রয়েছে যা লেবেল দ্বারা ফিল্টার করা হয় যেমন science, business, language, education etc.
  • বহুভাষা: বোঝানো হয় ইংরেজি সহ বিভিন্ন ধরনের ভাষার কোর্স আছে।

ফিউচারলার্ন এর বিনামূল্যে শর্ট কোর্স

সাধারণত যুক্তরাজ্যে ফিউচার লার্নের বিভিন্ন ধরনের শর্ট কোর্স আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। নিচে তা তুলে ধরা হলো:

ফিউচারলার্ন কেন?
FutureLearn মূলত একটি ব্রিটিশ প্লাটফর্ম যা, যুক্তরাজ্য জুড়ে এবং বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় সমূহ বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান গুলোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে।
The open university, bristsh council university of leads.

FutureLearn ফিউচারলার্নের বিনামূল্যে শর্ট কোর্স সমূহ:
জনপ্রিয়:
  1. জনপ্রিয় এর মধ্যে একটি হলো Critical Thinking at University an introduction.
  2. An introduction to programming using python.
  3. Introduction of digital media.
UK ফোকাস জনপ্রিয় কিছু কোর্স:
  1. সাধারণত ইউকে জুড়ে ফোকাস্ট কিছু কোর্সের মধ্যে একটি হলো The Open university introduction to cyber security.
  2. Bristsh council IELTS.
  3. Teaching English online.

ইউডেমী এর বিনামূল্যে কোর্স ফিল্টার ব্যবহার

UK অর্থাৎ যুক্তরাজ্যে ইউডেমি Udemy এর বিনামূল্যে কোর্স করতে নিচের তুলে ধরা ধাপগুলো অনুসরণ করুন:

১.Udemy ওয়েব সাইট অথবা অ্যাপ ওপেন:
  • এক্ষেত্রে সর্বপ্রথম আপনি যেকোনো একটি ব্রাউজারে গিয়ে ইউডেমী Udemy অ্যাপ ক্রিয়েট করুন বা খুলুন Udemy.com
২. ফ্রি কনটেন্ট খুঁজুন:
  • ফ্রি কনটেন্ট খোঁজার জন্য ইউডেমির মেইন/হোম পেজে ওপরের দিকে ক্যাটাগরি অপশনে গিয়ে অনুসন্ধান বক্সে যথাযথ ক্লিক করুন। 
  • চাইলে আপনি সরাসরি udemy.com/courses/free সাইটে প্রবেশ করে বিনামূল্যের তালিকাভুক্ত কোর্সগুলি দেখতে পাবেন।
৩. ফিল্টার ব্যবহার করা:
সাধারণত ভাবে ইউডেমির (Udemy) ফিল্টার প্যানেলে আপনি নিচের অপশন গুলো যথাযথভাবে ব্যবহার করুন:
  • Price: এখানে মূলত ফ্রি নির্বাচন করুন যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ফ্রি কোর্সসমূহ দেখাবে।
  • Language: আপনি যদি চান সেক্ষেত্রে ইংলিশ বা বেঙ্গলি যেকোনো একটিতে ভাষা সীমাবদ্ধ করুন।
  • Level duration নামক এক ধরনের ফিল্টার আছে যা প্রয়োগের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট ক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের কোর্স বাঁচতে পারবেন।

গুগল স্ক্রিলশপের ফ্রি সার্টিফাইড কোর্স

ইউকেভিত্তিক ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে বা যেসব ব্যক্তি বা যারা চাইছেন যে গুগলের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সার্টিফিকেসন তাদের জন্য নিচে সবচেয়ে উপযোগী প্ল্যাটফর্ম গুলো এবং কোর্সগুলো নিয়ে আলোচনা করা হলো:

Google Skillshop for academy ads:
  1. সাধারণত গুগল স্ক্রিলশপে আপনারা হানডেট পারসেন বিনামূল্যে গুগল প্রশিক্ষণ এবং সনদ পেয়ে যাবেন। এজন্য আপনাকে অবশ্যই গুগল স্ক্রিলশপে গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং বিভিন্ন প্রশিক্ষণ আছে যেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যেমন: Google Ads, Google Analytics, YouTube, ad manager etc.
  2. Free Google Ads certification: সাধারণত গুগল এডস এর বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের পার দেখা যায় যেমন search, display, video, apps এগুলোতে সার্টিফিকেসন পরীক্ষায় অংশ নিয়ে যদি আপনি সফল হন তবেই আপনি ফ্রি গুগল অ্যাডস সার্টিফিকেশন পাবেন বা লাভ করবেন।
  3. Google analytics certification: GA4 কোর্সটি শেষ করার মাধ্যমে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তবে উল্লেখিত সার্টিফিকেট পাবেন।
Grow with Google UK:
  • উল্লেখিত গ্রো উইথ গুগল ইউ কে ওয়েবসাইটে ডিজিটাল স্কিল এবং ক্যারিয়ার সার্টিফিকেট পাওয়া যায় খুব সহজেই। উল্লেখযোগ্য হল গুগল ক্যারিয়ার সার্টিফিকেট ইজ কলারশিপ এর মাধ্যমে ইউকে শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডাটা এনালিটিক্স ইত্যাদি আরো অনেক ধরনের বিষয় আছে যা বিনামূল্যে কোর্স এবং সার্টিফিকেট অফার করে থাকে।
Google digital garage:
  • ডিজিটাল মার্কেটিং: এটি হলো মূলত ৪০ ঘন্টার মধ্যে জনপ্রিয় একটি বিনামূল্যে কোর্স অবশ্যই সার্টিফিকেট সহ ডিপ্লোমা।

লিংকডইন লার্নিং এক্সেস

যুক্তরাজ্যের লিংকডইন লার্নিং বিনামূল্যে অ্যাক্সেস যদি আপনি পেতে চান তবে সেক্ষেত্রে নিচের কার্যকরী পদ্ধতি গুলো অনুসরণ করুন:

১. অন্তত এক মাসের ফ্রী প্রশিক্ষণ:
লিংকডইন লার্নিং (LinkedIn learning) সাধারণত যারা নতুন ব্যবহারকারী তাদের ক্ষেত্রে এক মাসের ফ্রী টায়ালের জন্য বা প্রশিক্ষণে অফার করে থাকে। উক্ত ট্রায়ালে আপনি প্ল্যাটফর্মের প্রায় ২২ হাজার কোর্সের এক্সেস সম্পর্কে জানতে পারবেন। উল্লেখযোগ্য হলো আপনার ট্রায়াল শেষ হওয়ার আগে সাব স্ক্রিপশন যদি বাতিল না করেন তবে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পেইড সাবস্ক্রিপশন রুপান্তরিত হয়ে যাবে।
বিস্তারিত জানতে Linkedin Learning free trial


২. শিক্ষার্থী এবং কর্মীদের জন্য লিঙ্কডইন লার্নিং এর বিনামূল্যে অ্যাক্সেস:
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান আছে যারা তাদের শিক্ষার্থী এবং কর্মীদের বিনামূল্যে ক্যাটালগ লিঙ্কডইন লার্নিং প্রদান করে থাকে যেমন:
  • ইউনিভার্সিটি অফ রিডিং: এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের ইমেইল দিয়ে লগইন করে কোর্সের বিভিন্ন অ্যাক্সেস সম্পর্কে জানতে পারেন এবং বুঝতে পারে।
  • ইউনিভার্সিটি অফ Edinburg: উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মীরা মাই ই. ডি বা লিংকডইন লার্নিং ওয়েবসাইট এর মাধ্যমে বিনামূল্যে অ্যাক্সেস গুলো পেতে পারে।

ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের ফ্রি কোর্স

ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (National carrier service) এর মাধ্যমে যুক্তরাজ্যে আপনি বিভিন্ন ধরনের ফ্রি কোর্স এবং প্রশিক্ষণ খুব সহজেই নিতে পারেন এক্ষেত্রে ইংল্যান্ডের প্রাপ্তবয়স্ক যারা তারা বেশি সুবিধা পেয়ে থাকেন। নিচে বিস্তারিত বলা হলো:

১. ফ্রি কোর্স ফর জব কোয়ালিফিকেশন:
  • প্রাথমিক অবস্থায় যেসব ব্যক্তি ১৯ বছর বয়সী এবং আয়ের উপরে নির্দিষ্ট কোন সীমা নেই বা সীমা নিচে যারা সেসব ব্যক্তিরা স্বল্পমেয়াদিবা পার্ট টাইম সময়ে এসব কোর্স কোয়ালিফিকেশন যোগ দিতে পারে।
  • বিভিন্ন ধরনের কোর্স চালু রয়েছে যেমন ডিজিটাল, ব্যবসায়, প্রশাসন, হেলথ কেয়ার, এবং ইঞ্জিনিয়ারিং আরো অনেক ইত্যাদি।
আবেদন:
  • প্রাথমিক অবস্থায় আপনি NCS ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের কোর্স ফাইন্ডার দিয়ে সার্চ করুন।
  • অবশ্যই উপযুক্ত প্রশিক্ষণ প্রদানকারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করুন বা করুন।
২. Skills Bootcamps:
  • সাধারণত ইন্ডাস্ট্রি রেডি অবস্থায় বেশি সময় নেয় না এক্ষেত্রে 16 সপ্তাহের কম সময় বা ইংল্যান্ডে প্রাইভেট এবং পাবলিক সেক্টরের জন্য দক্ষতা বৃদ্ধি করে থাকে।
৩. The skills toolkit:
  • সাধারণত অনলাইনে ফ্রি কোর্সগুলোর জন্য ডিরেক্ট সেল অনেকাংশে উপযুক্ত যেমন ডেটাকোডিং ডিজিটাল এবং গণিত।
  • এটি মূলত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এর একটি অন্তর্ভুক্ত থিম যেখান থেকে আপনি নিজের মতো শিক্ষা গ্রহণ করতে পারবেন।
৪. Multiply Essential skills:
  • মূলত গণিত এবং নিয়মেরেসির স্কিল বাড়ানোর জন্য প্রযোজ্য।

UK সরকার কর্তৃক স্বীকৃত অনলাইন শিক্ষা ওয়েবসাইট

ইউকে সরকার কর্তৃক স্বীকৃত অনলাইন শিক্ষা ওয়েবসাইট গুলোর তালিকা নিচে দেওয়া হল এবং এগুলোর মধ্যে আপনি ফ্রি বা স্বল্পমূল্যে কোর্সগুলো খুব সহজেই করতে পারেন সরকারের সার্টিফিকেট অবশ্যই প্রযোজ্য।

উল্লেখযোগ্য হলো আমরা ইতিমধ্যেই ওপরে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সম্পর্কে জেনেছি এবং এর মধ্যে ফ্রিজে সব কোর্সগুলো করা যায় সেগুলো সম্পর্কেও মোটামুটি ধারণা অর্জন করেছে।

আবার আমরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এর মধ্যে The Skills toolkit সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি।

এরপর পর্যায়ক্রমে আমরা ওপেন লার্ন ইউনিভার্সিটি এবং এর ফ্রি কোর্স বা সেবা সম্পর্কেও মোটামুটি ভাবে ধারণা নিয়েছি।
আবার ফিউচার লার্ন সম্পর্কেও আমরা জেনেছি।

[বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি ওপেন ইউনিভার্সিটির ফিউচার লার্ন এবং ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে সে ক্ষেত্রে ওপরে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন।]

এখন আমরা আলোচনা করব
BBC Bitisize:
  1. উল্লেখযোগ্য হলো যারা স্কুল শিক্ষার্থী আছে তাদের জন্য অনেকাংশে উপযোগী একটি কিই স্টেজ।
  2. অবশ্যই সরকারি কারিকুলাম অনুসারে তৈরি করা হয়ে থাকে।

লেখকের শেষ কথা

বর্তমান সময়ে যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য অনলাইনে বিনামূল্যের যেসব কোর্স রয়েছে শেখার জন্য সেগুলো অনেক মানুষের জন্য সম্ভাবনার একটি দাগ হিসেবে বিবেচিত হয়েছে। uk সরকার করতি স্বীকৃত যেসব প্লাটফর্ম গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে দক্ষতা এবং উন্নয়ন এখন মানুষের হাতের নাগালে খুব সহজেই।

নিজের ক্যারিয়ার গঠন কিংবা নতুন কিছু শেখার জন্য যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি এই সুযোগগুলো প্রত্যেক সচেতন নাগরিক বা শিক্ষার্থীদের কাজে লাগানো উচিত খুব ভালোভাবে এবং সচেতনতার মাধ্যমে। সময় এবং ইচ্ছা শক্তি আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আশিক টেক আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন প্রতিটা কমেন্টে রিভিউ করা হয় নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url