YouTube থেকে কিভাবে টাকা আয় করবেন (স্টেপ বাই স্টেপ)

পুদিনা পাতার উপকারিতা ও ১০ টি বিষয় সম্পর্কে বিস্তারিত জানুন ? আজকাল ইউটিউব থেকে অনেকেই টাকা ইনকাম করছে আজকে জেনে নেওয়া যাক কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় স্টেপ বাই স্টেপ দেখানো হলো নিচে।

 পেজ সূচিপত্র: (YouTube) থেকে কিভাবে টাকা আয় করবেন (স্টেপ বাই স্টেপ)

ইউটিউব কি এবং কেন এটি আয়ের একটি মাধ্যম

ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে আপনি যেকোনো ধরনের ভিডিও আপলোড করতে পা ঋণরেন এবং অন্যদের ভিডিও দেখতে পারেন এটি সাধারণত ২০০৫ সাল থেকে চালু হয় এবং বর্তমান বিশ্বে এটি দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিল হিসেবে পরিচিত রয়েছে।

বর্তমান যুগে ডিজিটাল কনটেন্ট এর চাহিদা বেড়েই চলেছে এরই মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হল ইউটিউব গুগলের, মালিকানাধীন এই সাইটটি প্রতিদিন কোটি কোটি মানুষ ভিডিও দেখে শিখে এবং উপভোগ করে। ইউটিউবে আয়ের সবচেয়ে ভালো মাধ্যম হলো (গুগল এডসেন্স) ইউটিউবাররা তাদের ভিডিওতে বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জন করে থাকে, এবং বিভিন্ন স্পন্সার, এফিলেট, মার্কেটিং, চ্যানেল মেম্বারশীপ, এগুলোর মাধ্যমে আয় করে থাকে।

সঠিক নিস বা টপিক নির্বাচন করা

সঠিক নিস বা টপিক নির্বাচন করা, ইউটিউব হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং বৃহত্তম গুগল সার্চ ইঞ্জিনের দ্বিতীয় সার্চ ইঞ্জিন পরিচিত পেয়েছে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় প্রতিটি (content creator) রা চাই তার চ্যানেলটি জনপ্রিয় হোক তবে একটি সঠিক ইউটিউব চ্যানেল তৈরি করার প্রথম পদক্ষেপ হলো সঠিক নিস বা টপিক নির্বাচন করা।

সঠিক নিস আপনি যদি এমন একটি টপিক বাছাই করেন বা আপনার কাছে আপনি সেই বিষয়ে আগ্রহী, তবে কনটেন্ট তৈরি করতে সমস্যা  হবে না আপনি খুব সহজেই কনটেন্ট তৈরি করতে পারবেন। একটি সফল ইউটিউব চ্যানেল তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে সেই টপিক নিয়ে কাজ করতে আগ্রহী কিনা তা দেখতে হবে, যেমন যদি আপনি প্রযুক্তি সম্পর্কে খুবই আগ্রহী হন তবে টেক রিভিউ, ও বিভিন্ন আন বক্সিং বা টেক টিউটোরিয়াল দিয়ে চ্যানেল শুরু করতে পারেন এতে আপনি খুব সহজেই ইউটিউব থেকে সফল হতে পারবেন।

ইউটিউব চ্যানেল খোলা ও সেটআপ করা

ইউটিউব চ্যানেল খোলা ও সেটআপ করতে হয়, বর্তমানে ডিজিটাল যুগে ইউটিউব একটি অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তিগত বা ব্যবসার উদ্দেশ্যে ভিডিও শেয়ার করা যায় যদি ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করেন তবে এটি একটি খুবই সহজ এবং সোজা প্রক্রিয়া নিচে আমার দেওয়া তথ্য ইউটিউব চ্যানেল খোলা এবং সেটআপ করার পুরোপুরি প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম।

প্রথমে ইউটিউব চ্যানেল খোলার জন্য গুগল একাউন্ট তৈরি করুন, ইউটিউব চ্যানেল খুলতে প্রথমত আপনাকে একটি গুগল একাউন্ট  তৈরি করতে হবে।

2. আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং সাইনআপ করুন।
Google account তৈরি করা হলে পরবর্তী ধাপ ইউটিউবের অফিশিয়াল (www.youtube.com) ওয়েবসাইটে যান। এবং সাইন ইন করার পরে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য একটি বিকল্প মাধ্যম দেখতে পাবেন।

ইউটিউব এর ওপরে ডান কোনায় আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।
এবার (your channel) বা আপনার চ্যানেল অপশনে ক্লিক করুন।

এবার আপনি আপনার ইউটিউব চ্যালেনের জন্য একটি নাম এবং প্রোফাইল ছবি নির্বাচন করতে পারেন, চ্যানেলের নাম আপনার কনটেন্টের ধারন অনুসারে বেছে নিন যেমন আপনি যদি টেক রিভিউ চ্যানেল খুলতে চান তবে টেক সম্পর্কিত কিছু নাম নির্বাচন করতে পারেন এতে আপনি খুব সহজেই ইউটিউব থেকে সফল হতে পারবেন। প্রোফাইল ছবি একটি ভাল এবং আকর্ষণীয় প্রোফাইল ছবি আপলোড করুন যা আপনার চ্যানেলের থিম বা ব্যাকগ্রাউন্ড কে তুলে ধরে এমন একটি ছবি আপলোড করুন। 



ভিডিও কনটেন্ট তৈরি ও আপলোড করা

ভিডিও কনটেন্ট তৈরি ও আপলোড করা, ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে পারেন (capcut) ও VN Editor যা দিয়ে মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারেন তবে শুরুতেই এত ঝামেলা না গিয়ে সহজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক টেক্সট ইফেক্ট যোগ করলেই চলবে এতে আপনি অনেক সহজেই একটি ভিডিও তৈরি করতে পারবেন।

আপলোড করার সময় করণীয়, ভিডিও টাইটেল আকর্ষণীয় রাখুন যাতে মানুষ ক্লিক করে এবং ডেসক্রিপশন এর ভিডিওর সম্পর্কে কিছু লিখুন তে গ্রাহকরা কিছু উপকৃত হয় আপনার ভিডিও দেখে এছাড়াও ভিডিও আপলোড করার পরে ভিডিও শেয়ার করুন ফেসবুক, ইনস্টাগ্রাম,হোয়াটঅ্যাপ,অ্যাপের মাধ্যমে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এপ্স যারা ব্যবহার করে যদি মনে হয় আপনার কনটেন্টের অ্যাড দেখে আপনার কনটেন্টের ভিউ বেড়ে যেতে পারে।

SEO এবং ট্যাগ ব্যবহার করে ভিডিও অপটিমাইজ করা

YouTube থেকে কিভাবে টাকা আয় করবেন (স্টেপ বাই স্টেপ) জানুন, বর্তমানে ইউটিউব কেবল একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয় এটি একটি শক্তিশালী সার্চ ইঞ্জিল বর্তমানে পৃথিবীর দ্বিতীয়তম সার্চইঞ্জিল হিসেবে পরিচিত, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় তাই আপনার ভিডিওটি দর্শকের কাছে পৌঁছাতে হলে আপনাকে ভিডিওর SEO খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়াই।

অর্থাৎ অপটিমাইজ, এর মাধ্যমে আপনি ইউটিউব এর সার্চে আপনার ভিডিও কে উপরের দিকে তুলে ধরতে পারেন SEO গুরুত্বপূর্ণ এসইও করতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওটি কোন বিষয়ে এবং কোন শব্দগুলো বা কিওয়ার্ড, মানুষ সেই বিষয়ে সার্চ করে। সঠিক ত্যাগ ব্যবহারের গুরুত্ব ভিডিও ট্যাগ হলো কিছু কিওয়ার্ড যেগুলো আপনি ভিডিও আপলোড করার সময় ইউটিউবে যুক্ত করেন সঠিক ত্যাগ ব্যবহারের মাধ্যমে ইউটিউব ভিডিও সার্চ করলে সবার উপরে থাকে।

অপ্টিমাইজ খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আপনি ইউটিউব এর সার্চে আপনার ভিডিওকে উপরের দিকে তুলে ধরতে পারবেন এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক ট্যাগ ব্যবহার করা এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, এগুলো ভিডিওর বিষয়ে ইউটিউব কে আরো পরিষ্কার ধারণা দিতে সাহায্য করে যদি ইউটিউবে কেউ সার্চ করে তখন আপনার ভিডিও ইউটিউব সেই ব্যক্তিকে সর্বপ্রথম দিয়ে থাকে।

Youtube মনিটাইজেশন শর্ত পূরণ করা

মনিটাইজেশন শর্ত পূরণ করা, একটি আয়ের একটি বড় উৎস, অনেক মানুষ ইউটিউব থেকে জীবনধারা করছে তবে ইউটিউবের ইনকাম শুরু করার জন্য প্রথমে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ মনিটাইজেশন শর্ত পূরণ করতে হবে এই শর্তগুলো পূরণ করলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রাম এ যুক্ত হতে পারবেন এবং ভিডিওতে বিজ্ঞাপন চালিয়ে আয় শুরু করতে পারবেন।

ইউটিউব মনিটাইজেশনের শর্ত, আপনার ইউটিউব চ্যানেল কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে এটি চ্যালেনের জনপ্রিয়তা ও কমিউনিটিতে শক্তি ধারা বোঝায় এবং চ্যানেলের সব পাবলিক ভিউ মিলিয়ে গত ১২ মাসে মোট ৪০০০ ঘন্টা সময় মানুষ আপনার ভিডিও দেখছে এমন হতে হবেন শুধুমাত্র পাবলিক ভিউয়ের ওয়াজটাইম হিসাব করা হবে প্রাইভেট ভিউ গুলো গণনা হয় না।

ইউটিউব এর নীতিমালা ও গাইডলাইন মেনে চলতে হবে। ভিডিও কনটেন্ট অবশ্যই ইউটিউব কমিউনিটি, গাইডলাইনস, কপিরাইট পলিসি এবং কনটেন্ট গাইডলাইন্স, অনুসরণ করতে হবে এবং একটি গুগল এডসেন্স একাউন্ট থাকতে হবে, ইনকামের জন্য একটি বৈধ গুগল এডসেন্স একাউন্ট প্রয়োজন ইউটিউবে আয় সরাসরি এই একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। ইউটিউবে মন্টেশন পাওয়া কঠিন নয় যদি আপনি ধৈর্য ও নিয়মিত এবং মানসম্মত কনটেন্ট তৈরি করে ইউটিউবে পাবলিশ করেন।

এডসেন্স একাউন্ট তৈরি ও লিংক করা

এডসেন্স একাউন্ট তৈরি, তোমান ডিজিটাল যুগে অনলাইনে ইনকামের অন্যতম সহজ ও জনপ্রিয় মাধ্যম হল (গুগল এডসেন্স) গুগল এডসেন্স আপনাকে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয়ের সুযোগ করে দেয় (গুগল এডসেন্স) আপনার অনলাইন কনটেন্ট মনিটাইজেশনের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত মাধ্যম একটু ধৈর্য আর সঠিকভাবে নিয়ম অনুসারে করলেই আপনি খুব সহজেই অ্যাকাউন্ট খুলে এবং সেটি ইউটিউব ওয়েবসাইটের সাথে লিংক করতে পারবেন।

1. গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথম ধাপ একটি ব্রাউজারে জান  এবং এই লিংকে প্রবেশ করুন।

2. দ্বিতীয় ধাপ (শুরু করুন অথবা গেট স্টার্টে) লেখা উপরে ক্লিক করুন।

 3. তৃতীয় ধাপ আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করুন এবং প্রয়োজনীয় তথ্য যেমন (website url) যদি থাকে এবং দেশ ভাষা সিলেক্ট করুন।

4. চতুর্থ ধাপ (terms and condition) মেনে সাবমিট করুন।

অ্যাকাউন্ট সাবমিশনের পর গুগল আপনাকে আবেদন প্রক্রিয়া করবে, এটি সাধারণত কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে সম্পন্ন হয়।



আয় তোলা ও ভবিষ্যৎ পরিকল্পনা

আয় তোলা ও ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান সময়ে ইউটিউব শুধু বিনোদন নয় আয় করার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই শখের বসে শুরু করে এখন পেশাদার ইউটিউবার হিসাবে সফলভাবে ক্যারিয়ার গড়েছেন এবং অনেক টাকা আয় করেছেন। তবে অনেকেরই প্রশ্ন হল (Youtube) থেকে কিভাবে আই তোলা যায় এবং সেই আয়ের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত।

(Google) এডসেন্স একাউন্ট চ্যানেলের মনিটাইজ হয়ে গেলে গুগল এডসেন্স একাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে এইখানে আপনার আইজমা হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত এটা নিয়ে প্রশ্ন করে অনেকেই, কে আয় করা যেমন সম্ভব তেমনি দীর্ঘ মেয়াদী টিকে রাখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য অপরিহার্য রাখতে হবে শুরুতে কিছুটা আই কম হতে পারে।

লেখক এর শেষ মন্তব্য

ইউটিউব প্ল্যাটফর্ম একটি সফল ক্যারিয়ার গড়ার জায়গা, যেখানে নিজেকে প্রকাশ করা যায় আয় করা যায় এবং লাখো মানুষের সঙ্গে সংযুক্ত হওয়া যায়। তবে মনে রাখতে হবে সফলতা রাতারাতি আসেনা তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিয়মিত পরিশ্রম এবং ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি, ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে এগিয়ে গেলে একদিন আপনিও হতে পারবেন একজন সফল কনটেন্ট ক্রিয়েটর যার মাধ্যমে আয় করে জীবিকা নির্বাহী করতে পারবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আশিক টেক আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন প্রতিটা কমেন্টে রিভিউ করা হয় নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url